শিক্ষক নিয়োগ : প্রতি পদে আবেদন ফি ১০০ টাকা!
এর আগে ৫০০টাকার বিনিময়ে ১০টি আবেদনের সুযোগ দিতে কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের কাছে প্রস্তাব করেছিল এনটিআরসিএ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদন ফিয়ের সে হারে সন্তুষ্ট হয়নি টেলিটক। তাই ১০০ টাকা করে ফি নিয়ে প্রতিটি পদে আবেদন নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। টেলিটকের সাথে আলোচনা করে এ হার চূড়ান্ত করা হবে বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন কর্মকর্তারা।
যদিও প্রার্থীরা একটি নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে যত ইচ্ছে তত আবেদন করার সুযোগ দাবি করেছিলেন। তাদের মতে, ১৮০ টাকা করে আবেদন ফি অনেক বেশি। ২য় চক্রে শিক্ষক নিয়োগে এ হারে প্রতিটি পদে আবেদন ফি নেয়া হয়েছিল। প্রার্থীদের দাবি, তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমান ফি নিয়ে সব পদে আবেদনের সুযোগ দেয়া হোক।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে জানান, ১৮০ টাকা প্রতিটি পদে আবেদন ফি আগে নেয়া হতো। সে ফি কমানো দাবি দীর্ঘদিনের। সে প্রেক্ষিতে আবেদন ফি কমানো হয়েছে। কয়েকমাস আগে এনটিআরসিএ ৫০০ টাকার বিনিময়ে ১০টি আবেদন নেয়ার প্রস্তাব করেছিল। কিন্তু কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান টেলিটক তাতে আপত্তি জানায়। এখন তাদের সাথে আলোচনা করে প্রতিটি পদে আবেদন ফি ১০০ টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, শিক্ষক নিয়োগ ও নিবন্ধনের তথ্য সংগ্রহ, আবেদন গ্রহণ, যাচাই ও পর্যালোচনার কাজটি করে টেলিটক। টেলিটকের কারিগরি সহায়তাতেই অ্যাডমিট কার্ড প্রকাশ, সুপারিশ পত্র প্রকাশ ও শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়। এ জন্য ফিয়ের একটি অংশ টেলিটককে দেয়া হয়।
এদিকে তৃতীয় চক্রে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে তোড়জোড় শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা মন্ত্রণালয়ে সার্বিক বিষয় জানিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যার আশরাফ উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে আমরা টেলিটকের সাথে আবেদন গ্রহণ ও শূন্যপদ এসব বিষয় নিয়ে আলোচনা করবো। তাদের সাথে আলোচনা করে সার্বিক বিষয় চূড়ান্ত করা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে মানবিকতায় ময়মনসিংহ গ্রুপটিতে জয়েন হয়নি।
আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url